বেড়েছে চালের দাম

|

ভরা মৌসুম হলেও বাজারে চালের দামে আবার ঊর্ধ্বগতি লক্ষ করা যাচ্ছে। মোটা চালের তুলনায় বেশি বাড়ছে সরু চালের দাম। মিনিকেট এবং নাজিরশাইল চাল কেজিতে বেড়েছে ৫ থেকে ৮ টাকা পর্যন্ত।

ব্যবসায়ীরা বলছেন, শুল্ক সুবিধা তুলে নেয়ায় চাল আমদানি নিয়ন্ত্রিত হয়েছে। এই সুযোগে দাম বাড়াচ্ছে মিলমালিকরা। আর চালের দাম বৃদ্ধির কারণে সংকটের মুখে সাধারণ মানুষ।

মোটা চালের তুলনায়, সরু চালের দাম বেড়েছে বেশি। বিশেষ করে মিনিকেট এবং নাজিরশাইল চালের দাম ক্রেতার নাগালে নেই। সরু চালের মতো না হলেও বেড়েছে মোটা চালের দামও। অভিযোগ রয়েছে, চাহিদা অনুযায়ী চাল সরবরাহ করছে না মিল মালিকরা। ফলে বাজারে চালের সংকট তৈরি হয়েছে, যার জেরেই বাড়ানো হচ্ছে দাম।

পাইকারি বাজারে সরু চালের দাম কেজিতে বেড়েছে সর্বোচ্চ ৮ টাকা। ব্যবসায়ীরা বলছেন, আমদানির ক্ষেত্রে শুল্কহারে ছাড় উঠে যাবার কারণে সুযোগ নিচ্ছে মিলমালিকরা। কৃত্রিম সংকট তৈরি করে বাড়িয়ে দিচ্ছে দাম।

করোনাকালে বেড়েছে মানুষের জীবনযাত্রার ব্যয়, কমেছে আয়। এমন পরিস্থিতিতে চালের দাম বাড়ায় বিপাকে পড়েছে স্বল্প আয়ের মানুষ।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply