মার্চেই ক্লাসে ফিরছে আফগান নারী শিক্ষার্থীরা: তালেবান

|

ছবি: সংগৃহীত।

খুব শিগগিরই স্কুলে যেতে পারবে আফগানিস্তানের মেয়েরা, এমন সম্ভাবনার কথা জানিয়েছেন তালেবানের একজন মুখপাত্র। এ নিয়ে সংবাদ সংস্থা এপিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, মার্চের শেষ দিকেই চালু হতে পারে মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠান।

এর আগে, গত বছরের আগস্টে তালেবান দেশটির ক্ষমতা দখলের পর হাইস্কুলে মেয়েদের প্রবেশ বন্ধ করে দেয়া হয়। এরপর থেকেই নতুন আফগান সরকারের ওপর চাপ দিয়ে যাচ্ছে আন্তর্জাতিক মহল। নারী শিক্ষা ইস্যুতে এবারই প্রথম কোনো নির্দিষ্ট ডেটলাইন উল্লেখ করলো তালেবান কর্তৃপক্ষ।

তালেবানের সংস্কৃতি ও তথ্য বিষয়ক উপমন্ত্রী জাবিউল্লাহ মুজাহিদ জানান, আফগান নববর্ষে ক্লাসে ফিরিয়ে নেয়া হতে পারে মেয়েদের। আফগান নববর্ষ শুরু হয় ২১ মার্চ। তবে ছেলেমেয়ে আলাদা ক্লাস হবে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, অনেক প্রদেশেই হাইস্কুলে যাচ্ছে মেয়েরা। যেসব অঞ্চলে যেতে পারছে না, সেখানে ব্যবস্থা নেয়া হচ্ছে। আমরা শিক্ষার বিরুদ্ধে নই। বরং শিক্ষার্থীদের ক্লাসে ফেরাতে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়। সমস্যাগুলো সমাধানের চেষ্টা করছি। ছেলে-মেয়েদের আলাদা ক্লাসের জন্য নতুন অবকাঠামো দরকার।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply