শাবিপ্রবির উপাচার্যকে অবরুদ্ধ করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা

|

ছবি: সংগৃহীত

সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদকে আইসিটি ভবনে অবরুদ্ধ করে রেখেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এর আগে, সিলেটে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রভোস্ট বডির পদত্যাগসহ ৩ দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের বাস আটকে রাখে শিক্ষার্থীরা।

রোববার (১৬ জানুয়ারি) সকাল থেকেই অবস্থান নেন আন্দোলনকারীরা। শিক্ষক ও শিক্ষার্থীদের বাস আটকে দেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেয়া হয় আন্দোলন থেকে।

বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রভোস্ট জাফরিন আহমেদ লিজার পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছিল হলের শিক্ষার্থীরা। গত রাতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা করে ছাত্রলীগ। এ সময় আন্দোলনরত ছাত্রীদের ঠেলে ভেতরে ঢোকে ছাত্রলীগ কর্মীরা। এ সময় তারা স্লোগান দিলে ছাত্রীরা তাদের বাধা দেয়। এরপর ছাত্রীরা তাদের ঠেলে বাইরে বের করে দিলে আন্দোলনে অংশ নেয়া কয়েকজন ছাত্রের ওপর হামলা চালায় ছাত্রলীগ।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মৃন্ময় দাস ঝুটনের নেতৃত্বে ছাত্রলীগ নেতা খলিলুর রহমান, আশরাফ কামাল আরিফ, সজিবুর রহমান, ঋষাণ তন্ময়, মাহবুবুর রহমান, সাজ্জাদ হোসেন, শফিউল হক রাব্বি এ হামলা চালিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ১৬-১৭ সেশনের শিক্ষার্থী সাদিয়া বলেন, প্রথমে একটা অ্যাম্বুলেন্স আসলে আমরা সেটাকে পথ করে দিই। পরবর্তীতে আরেকটা অ্যাম্বুলেন্স আসলে আমরা সেটাকেও পথ করে দিই। কিন্তু অ্যাম্বুলেন্সের পেছনে পেছনে ছাত্রলীগ নেতাকর্মীরা এসে ছাত্রীদের ধাক্কা দিয়ে আন্দোলরতদের মাঝে ঢুকে পড়ে।

আরও পড়ুন: শাহজালাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply