দ্বীপরাষ্ট্র টোঙ্গার অগ্ন্যুৎপাতের শিকার ৮০ হাজার মানুষ

|

দক্ষিণ প্রশান্ত মহাসাগরে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত এবং সুনামিতে দ্বীপরাষ্ট্র টোঙ্গার কমপক্ষে ৮০ হাজার মানুষ ক্ষয়ক্ষতির শিকার। রোববার (১৬ জানুয়াির) এ তথ্য জানিয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা রেড ক্রস।

রেড ক্রস জানায়, আগ্নেয় ছাইয়ে ঢেকে গেছে গোটা দ্বীপাঞ্চল। এখনও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, বন্ধ যোগাযোগও। তবে এখনও কোনো প্রাণহানির খবর নিশ্চিত হওয়া যায়নি। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া ক্ষয়ক্ষতি নিরূপণে বিশেষ ফ্লাইট পাঠিয়েছে টোঙ্গায়। কিউই প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বলেছেন, সুনামি ধ্বংসলীলার বড় ধরনের চিহ্ন রেখে যাচ্ছে অঞ্চলটিতে।

শনিবার সাগরতলে বিস্ফোরিত হয় হুঙ্গা টোঙ্গা-হুঙ্গা হাপাই আগ্নেয়গিরি। আকাশের ২০ কিলোমিটার উচ্চতা পর্যন্ত ছড়ায় ছাই আর ধোঁয়া। ৮ মিনিটের বিপর্যয় নাড়িয়ে দেয় গোটা অঞ্চল। জারি করা হয় একের পর এক সুনামি সতর্কতা। ফিজি, টোঙ্গাসহ যুক্তরাষ্ট্র ও জাপানে ৪ থেকে ১০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের আভাস ছিল।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply