ব্রাজিলে চলছে ঐতিহ্যবাহী সাম্বা কার্নিভ্যালের জোরালো প্রস্তুতি। করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী হলেও; ২৫ ফেব্রুয়ারি থেকে জনপ্রিয় উৎসবটি শুরুর প্রত্যাশা করছেন আয়োজকরা।
৪ জানুয়ারি, রিও ডি জেনেরিও’র মেয়র ঘোষণা দেন- দু’বছর পর শহরটিতে ফিরবে সাম্বা প্যারেড এবং স্ট্রিট পার্টি। ধারণা করা হচ্ছে, সপ্তাহব্যাপী অনুষ্ঠানটিতে প্রতিদিন যোগ দেবেন ৭৫ হাজারের বেশি মানুষ।
আরও পড়ুন: হিজাব পরায় ক্লাসে বসতে পারছেন না কর্ণাটকের ৬ কলেজ ছাত্রী
বছরের প্রথম থেকেই, ব্রাজিলে দ্বিগুণ হয়েছে করোনার সংক্রমণ। সোমবারও, ৭৬ হাজারের ওপর মানুষের দেহে মিললো- করোনা। বিশ্লেষকরা বলছেন- প্রকৃত সংখ্যা আরও বেশি।
Leave a reply