বিশ্ব নিরাপত্তার জন্য ইসরাইল প্রধান হুমকি বলে মন্তব্য করেছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। বৃহস্পতিবার আজারবাইজানের রাজধানী বাকুতে জোট নিরপেক্ষ আন্দোলন বা ন্যামের মন্ত্রীপর্যায়ের বৈঠকে তিনি এ কথা বলেন।
এ সময় গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের সাম্প্রতিক সময়ে গণহত্যার আন্তর্জাতিক তদন্তের দাবি জানান তিনি।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা ফিলিস্তিনে নারী ও শিশুসহ বেসামরিক মানুষ হত্যার নিন্দা জানাই। ফিলিস্তিনকে মুক্ত করার পাশাপাশি ফিলিস্তিনিদের সব অধিকার পুরোপুরি বাস্তবায়নের জন্য একটি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার দাবি জানাচ্ছি।
গত শুক্রবার গাজায় ছয় সপ্তাহব্যাপী বিশাল বিক্ষোভ কর্মসূচির প্রথম দিনে ইসরাইলি বাহিনীর হামলায় অন্তত ১৯ জন নিহত ও দেড় হাজার মানুষ আহত হয়েছেন। নিজ ভূমিতে ফেরার আকুতি নিয়ে তারা ভূমি দিবস থেকে ওই আন্দোলন ও বিক্ষোভ শুরু করেছেন।
ন্যামের বৈঠকে জারিফ আরও বলেন, পূর্ব বায়তুল মুকাদ্দাসকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং গাজা উপত্যকার ওপর থেকে অবরোধ প্রত্যাহারের মাধ্যমে ফিলিস্তিনিদের অধিকার ফিরিয়ে দিতে হবে।
যুক্তরাষ্ট্র এবং কয়েকটি আঞ্চলিক দেশের সমর্থনে ইসরাইল ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
Leave a reply