নৌ এবং আকাশপথে যৌথ সামরিক মহড়া শুরু করেছে কৌশলগতভাবে মিত্র তিন দেশ ইরান, রাশিয়া ও চীন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ তথ্য জানায়।
সামরিক জলদস্যুতা মোকাবেলায় শুক্রবার (২১ জানুয়ারি) ২০২২ মেরিন সিকিউরিটি বেল্ট নামের এ মহড়ায় অংশ নেয় ইরান, রাশিয়া ও চীনের মেরিন এবং এয়ারবোর্ন ইউনিট ।
যৌথ এই মহড়ার মুখপাত্র রিয়ার এডমিরাল মোস্তফা তাজউদ্দিনি জানান, এই তিন দেশের অংশগ্রহণে এটি তৃতীয় মহড়া। এই মহড়া ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মহড়ার মূল স্লোগান হচ্ছে, ‘শান্তি ও নিরাপত্তার জন্য ঐক্য’ যা সমুদ্রের ১৭ হাজার বর্গকিলোমিটার এলাকাজুড়ে অনুষ্ঠিত হবে।
তিনি আরও জানান, তিন দেশের মধ্যে সহযোগিতা প্রতিষ্ঠা ও আঞ্চলিক নিরাপত্তা জোরদার করাই এই মহড়ার মূল লক্ষ্য। এছাড়া বিশ্ব শান্তি ও সমুদ্র নিরাপত্তার প্রতি তিন দেশের যৌথ সমর্থনের বিষয়টিও মহড়ার মাধ্যমে তুলে ধরা হচ্ছে। পাশাপাশি জলদস্যুদের বিরুদ্ধে লড়াই, আন্তর্জাতিক সমুদ্র বাণিজ্যের নিরাপত্তা, সমুদ্র সন্ত্রাসবাদ মোকাবেলা এবং বিভিন্ন ধরনের অভিযান পরিচালনার কৌশলগত অভিজ্ঞতা ও তথ্য বিনিময় করাও এই মহড়ার কয়েকটি লক্ষ্য।
জেডআই/
Leave a reply