গোবিন্দগঞ্জে শিক্ষা অফিসারের দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন

|

মানববন্ধনে বক্তব্য দেন ভুক্তভোগীসহ স্থানীয় বিভিন্ন পেশার মানুষ।


গাইবান্ধা প্রতিনিধি: 

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রমজান আলীর বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগীসহ এলাকাবাসী। 

সোমবার (২৪ জানুয়ারি)) দুপুরে গোবিন্দগঞ্জ পৌর শহরে অনুষ্ঠিত মানববন্ধনের আয়োজন করে গোবিন্দগঞ্জ সচেতন নাগরিক সমাজ। এতে ভুক্তভোগীসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।
 
ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, গোবিন্দগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রমজান আলী দীর্ঘদিন ধরে নানা অনিয়ম-দুর্নীতি করে আসছেন। তিনি অসদাচরণ ও স্বজনপ্রীতিসহ নানা কর্মকাণ্ডে জড়িত। এছাড়া ঘুষ-বাণিজ্যের পাশাপাশি ডিজিটাল অ্যাটেন্ডেন্স মেশিন ক্রয়, স্কুল সংস্কারে স্লিপ প্রকল্প ও নতুন স্কুলের কোড খোলাসহ প্রাক-প্রাথমিক ওয়াশ ব্লক বরাদ্দে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 

অবিলম্বে রমজান আলীর অনিয়ম-দুর্নীতির তদন্ত করে দ্রুত অপসারণসহ তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবি জানান বক্তারা। 

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply