২০১৯ সালে ভারত গিয়ে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছিলেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ব্রেন্ডন টেইলর। তবে তিনি কোনো ধরনের ম্যাচ ফিক্সিংয়ের সাথে জড়িত ছিলেন না বলে জানিয়েছেন নিজেই।
সোমবার (২৪ জানুয়ারি) সামাজিক যোগযোগমাধ্যম টুইটারে এক পোস্টের মাধ্যমে এই কথা জানান টেইলর।
আইসিসির স্পষ্ট নির্দেশনা আছে, যদি কোনো ক্রিকেটার ফিক্সিংয়ের প্রস্তাব পান তাহলে তা সঙ্গে সঙ্গে আইসিসির এন্টি করাপশন ইউনিটকে জানাতে হবে। দেরি করলে ভোগ করতে হবে শাস্তি। তাই শাস্তির মুখে পড়তে যাচ্ছেন টেইলর।
২০১৯ সালের অক্টোবর মাসে ফিক্সিংয়ের প্রস্তাব দেয়া সেই ব্যক্তির সঙ্গে দেখা করার বিষয়টি বেরিয়ে আসে আইসিসির রিপোর্টে। সেই বৈঠককে কেন্দ্র করে তাকে ফাঁদে ফেলা হয় বলে অভিযোগ করেন ব্রেন্ডন। পরে আইসিসির দ্বারস্থ হন জিম্বাবুয়ের সাবেক এই অধিনায়ক। তবে ব্রেন্ডন টেইলর তার অভিযোগ জানাতে দেরি করায় শাস্তির মুখে পড়তে হবে, এমনটাই জানিয়েছে আইসিসি।
এর আগে, ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও আইসিসিকে সাথে সাথে না জানানোয় ২ বছরের নিষেধাজ্ঞা পান বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। যদিও পরে সেই নিষেধাজ্ঞা এক বছরে কমিয়ে আনা হয়।
জেডআই/
Leave a reply