নকলে সহায়তা করায় ১০ শিক্ষককে অব্যাহতি, ৫ শিক্ষার্থী বহিষ্কার

|

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের শৈলকূপায় ও সদরে এইচ এস সি ইংরেজি ২য় পত্র পরীক্ষায় নকল করার দায়ে ৫ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়াও নকলে সহায়তা ও দায়িত্বে অবহেলার কারণে ১০ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শৈলকূপা উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি জানান, শনিবার (৭ এপ্রিল) দুপুরে পরীক্ষা চলাকালীন সময়ে শৈলকূপার জরিপ বিশ্বাস কলেজ ও আদিল উদ্দিন বিশ্বাস কেন্দ্রে এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, শনিবার সারা দেশের ন্যায় ঝিনাইদহের শৈলকূপায় অনুষ্ঠিত হয় এইচ এস সি ইংরেজি ২য় পত্র পরীক্ষা। পরীক্ষা চলাকালীন সময়ে শৈলকূপার জরিপ বিশ্বাস কলেজ ও আদিল উদ্দিন বিশ্বাস কেন্দ্র থেকে অসদুপায় অবলম্বনের দায়ে ৪ শিক্ষার্থীকে বহিষ্কার ও দায়িত্বে অবহেলার কারণে ১০ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

অপরদিকে ঝিনাইদহ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মুনিম লিংকন জানান, সরকারী নুরুন্নাহার মহিলা কলেজের এক পরীক্ষার্থীকে অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply