আরব আমিরাতে আরও হামলা চালানোর ঘোষণা হুতিদের

|

ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে হামলা বৃদ্ধির ঘোষণা দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এক ঘোষণায় হুতি মুখপাত্র ইয়াহিয়া শরি জানিয়েছেন, আরও হামলা চালাতে প্রস্তুত রয়েছে সংগঠনটি। খবর আলজাজিরার।

সোমবার (২৪ জানুয়ারি) আরব আমিরাত হুতিদের ছোড়া দুটি ব্যালিস্টিক মিসাইল ভূপাতিত করেছে। এছাড়া দক্ষিণ সৌদি আরবেও মিসাইল নিক্ষেপ করেছে হুতিরা। এসব ঘটনার পরপরই সৌদি জোটের দেশগুলোর ওপর হামলা বাড়ানোর ঘোষণা দিলো গোষ্ঠীটি। 

জানা গেছে, সম্প্রতি আবুধাবির আল দাফরা বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে হুতিরা। এছাড়াও দুবাইয়ের আরও কিছু গুরুত্বপূর্ণ জায়গাতেও হামলা চালিয়েছে তারা। এর আগে, গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতে হুথি বিদ্রোহীরা ড্রোন হামলা চালায়। ভয়াবহ ওই হামলায় ভারতের দুই নাগরিকসহ মোট তিনজন নিহত হন।

মধ্যপ্রাচ্যের আঞ্চলিক রাজনীতি বিশ্লেষকরা বলছেন, সৌদি জোটের অংশ হওয়ায় আমিরাতে এমন হামলা চালাচ্ছে হুতিরা। তবে হুতিদের যেকোনো হামলা প্রতিহত করার সক্ষমতা আমিরাতের আছে বলে মনে করেন তারা।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply