বারবার প্রকল্প সংশোধনের প্রস্তাবনায় একনেক সভায় বিরক্তি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গুরুত্ব দিয়েছেন দক্ষ জনবল গড়ে তোলার ওপর।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ১০টি প্রকল্প অনুমোদন দেয়া হয়। এসব প্রকল্প বাস্তবায়নে খরচ হবে ৪ হাজার ৬২১ কোটি টাকা।
সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানান, ইউরিয়া সারের কোটিং কারখানা হচ্ছে সিলেটে। এর সুবাদে আমদানি নির্ভরতা কমবে। পাশাপাশি কারখানার উপজাত মিথানল কাজে লাগানো যাবে অন্য শিল্পে। এই প্রকল্প বাস্তবায়ন করবে বাংলাদেশ কেমিকেল ইন্ডাস্ট্রিজ করপোরেশন। তিনি বলেন, ইউরিয়া সারের কার্যকারিতা বাড়াতে দানার ওপর এক ধরনের প্রলেপ দেয়া হয়। এটি কৃষিতে উৎপাদন বাড়ায়। দেশে এই সারের চাহিদা বছরে ২৪ হাজার টন। যা পুরোটাই আমদানি করতে হয়। ফেঞ্চুগঞ্জে এই কারখানা তৈরি হলে দেশেই উৎপাদন হবে ২৯ হাজার টন। কৃষক সুফল পাবে আগামী দুই বছরের মাথায়।
উক্ত সভায় কারিগরি শিক্ষায় দক্ষতা বাড়াতে বিটাকের আওতায় ৬টি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা সিদ্ধান্ত হয়েছে।
Leave a reply