মাথায় প্রচণ্ড আঘাত, গোল করেই হাসপাতালে মানে

|

ছবি: সংগৃহীত।

আফ্রিকান নেশনস কাপের শেষ ষোলোতে কেপ ভার্দের বিপক্ষে সেনেগালের হয়ে মাঠে নেমেছিলেন সাদিও মানে। কিন্তু ম্যাচের ৫৪ মিনিটে বল দখল করতে গিয়ে কেপ ভার্দের গোলকিপার ভোজিনহার সাথে সংঘর্ষে মাথায় প্রচণ্ড আঘাত পান মানে।

মারাত্মক আঘাত পেলেও তৎক্ষণাৎ মাঠ ছাড়েননি মানে। উল্টো ৬৩ মিনিটে সেনেগালের হয়ে প্রথম গোলটি করেন তিনি। তবে তখন সুস্থ মনে হলেও ম্যাচের ৭০ মিনিটের মাথায় বোঝা যায় আসল পরিস্থিতি। মাথায় ‘কনকাশন’-এর কারণে মাঠে আর দাঁড়িয়ে থাকতে পারেননি তিনি। বদলি নামিয়ে মাঠ থেকে তুলে নেওয়া হয় মানেকে।

এরপরই হাসপাতালে নেয়া হয় মানেকে। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের সুস্থতার কথা জানান নিজেই। ম্যাচশেষে হাসপাতালে মানেকে দেখতে গিয়েছিলেন ভোজিনহা। সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনের সেই ছবি ব্যাপক প্রশংসিত হয়েছে।

ম্যাচের ২১ মিনিটেই প্রতিপক্ষকে ফাউল করে প্রথম লালকার্ড দেখেন কেপ ভার্দের প্যাট্রিক আনদ্রাদে। পরে ৫৪ মিনিটে মানের সাথে সংঘর্ষে লালকার্ড দেখানো হয় কেপ ভার্দের গোলকিপার ভোজিনহাকে। তাই ম্যাচে ৯ জনের দলে পরিণত হওয়া দলটিকে ২-০ ব্যবধানে হারায় সেনেগাল।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply