ডেল্টার বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে পারে ওমিক্রন: গবেষণা

|

ছবি: সংগৃহীত

ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে পারে ওমিক্রন। চমকপ্রদ এ তথ্য দিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ- ICMR।

প্রতিষ্ঠানটির এক গবেষণায় দেখা গেছে, ওমিক্রন সংক্রমিতদের দেহে ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে শক্তিশালী অ্যান্টিবডি তৈরি হয়। আরও কয়েকটি ভ্যারিয়েন্টের বিরুদ্ধেও সুরক্ষা দেয় এটি।

বুধবার (২৬ জানুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, মোট ৩৯ জনের ওপর চালানো হয়েছে এ গবেষণা। এদের ২৫ জন দুই ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন। ফাইজারের ২ ডোজ টিকা নিয়েছে ৮ জন। আর টিকা নেয়নি ৬ জন।

এছাড়া নমুনা হিসেবে বেছে নেয়া ৩৯ জনের ২৮ জন বিভিন্ন দেশ থেকে ভারতে গিয়েছেন। তবে গবেষণাটির সীমাবদ্ধ দিক হলো, যথেষ্ট নমুনা সংগ্রহ করা হয়নি।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply