ইসরায়েলের সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরালো করতে যাচ্ছে তুরস্ক

|

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের পরীক্ষিত মিত্র হলেও ইসরায়েলের সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরালো করতে যাচ্ছে তুরস্ক। ফেব্রুয়ারি মাসে আঙ্কারা সফরে যাচ্ছেন ইসরায়েলি প্রেসিডেন্ট আইজাক হারজোগ।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বিশেষ সাক্ষাৎকারে এ তথ্য জানান খোদ তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এর মাধ্যমে, চিরবৈরী ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিকের নতুন পথ খুলবে, এমনটাই তার প্রত্যাশা।

মূলত, তুরস্কের ভূখণ্ড ব্যবহার করে ইউরোপে গ্যাস সরবরাহের চুক্তি সাক্ষরের লক্ষ্যেই ইসরায়েলি রাষ্ট্রপ্রধানের এ সফর। এর ফলে, দু’দেশের মধ্যকার দীর্ঘদিনের বরফ গলার ইঙ্গিত দিচ্ছেন বিশ্লেষকরা। চুক্তিটি সম্পন্ন হলে এ পথে প্রতি বছর ১০ বিলিয়ন কিউবিক মিটার গ্যাস সরবরাহ হবে ইউরোপে। ২০১০ সালে, পণ্যবাহী জাহাজে হামলা চালিয়ে তুর্কি নাগরিকদের হত্যার পর থেকেই চলছে টানাপোড়েন। এছাড়া, বিভিন্ন সময় ফিলিস্তিনিদের ওপর অত্যাচার এবং জেরুজালেমকে ইহুদি রাষ্ট্রের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে তুরস্ক।

আরও পড়ুন: বরিস জনসনের পদত্যাগের দাবিতে সরব বিরোধীরা

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান বলেন, জ্বালানি সরবরাহের চুক্তি সাক্ষরে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে প্রস্তুত আমরা। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে তুরস্ক সফরে আসছেন ইসরায়েলি প্রেসিডেন্ট। এর মাধ্যমে, দু’দেশের সম্পর্কে নতুন যুগের সূচনা হবে। ইতিবাচক উন্নয়ন হবে, এমনটাই প্রত্যাশা করছি আমরা।

আরও পড়ুন: সহসাই শেষ হচ্ছে না করোনা মহামারি: ড. ফাউচি


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply