এক শহরেই হতে যাচ্ছে আইপিএল

|

ছবি: সংগৃহীত

আসন্ন আইপিএল এক শহরে আয়োজনের পথে হাঁটছে বিসিসিআই। করোনা সংক্রমণ এড়াতেই এমন সিদ্ধান্ত আসতে যাচ্ছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।

এক শহরে আইপিএল আয়োজিত হলে ভেন্যু হিসেবে মুম্বাইকে বেছে নেয়া হতে পারে। কারণ, সেখানে একসাথে তিনটি স্টেডিয়ামে খেলা চালানো যাবে। ওয়াংখেড়ের পাশাপাশি ব্র্যাবোর্ন আর সর্দার পাতিল স্টেডিয়াম রয়েছে শহরটিতে। দরকার হলে পার্শ্ববর্তী পুনেতেও ম্যাচ দেয়া যাবে। ফেব্রুয়ারির ৩য় সপ্তাহেই এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।

আরও পড়ুন: বিশ্বকাপ বাছাইয়ে মেসিকে ছাড়াই জয় পেয়েছে আর্জেন্টিনা

গেলো মৌসুমে চেন্নাই, মুম্বাই, আহমেদাবাদ ও দিল্লিতে কিছু ম্যাচ আয়োজন করে আয়োজকরা। কিন্তু দলগুলোর মধ্যে যাতায়াতের কারণে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় খেলা বন্ধ করতে বাধ্য হয় আয়োজকরা। তাই এবার ভিন্ন পরিকল্পনার দিকেই যেতে হতে পারে বিসিসিআইকে।

আরও পড়ুন: বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলকে রুখে দিলো ইকুয়েডর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply