‘এমডিকে এফডিসিতে ঢুকতে হলে আমাদের লাশের ওপর দিয়ে যেতে হবে’

|

এফডিসিতে প্রবেশাধিকারে বাধাপ্রাপ্ত ১৭টি সংগঠনের পক্ষে কথা বলছেন সোহানুর রহমান সোহান।

এমডিকে এফডিসিতে ঢুকতে হলে আমাদের লাশের ওপর দিয়ে যেতে হবে। আমরা গেটের সামনে শুয়ে থেকে ব্যারিকেডের কাজ করবো। এফডিসিতে প্রবেশাধিকার বাধাপ্রাপ্ত হওয়ায় ১৭টি সংগঠনের পক্ষে আজ (২৯ জানুয়ারি) এই ঘোষণা দেন চিত্রপরিচালক সোহানুর রহমান সোহান।

এফডিসির এমডির অপসারণ চেয়ে সোহানুর রহমান সোহান বলেন, আমরা এফডিসি এবং নির্বাচন কমিশনকে জানিয়েছিলাম। তবে তাতে কোন কাজ হয়নি। আমাদের এফডিসিতে ঢুকতে দেয়া হয়নি। তাই আমরা এমডির অপসারণ চাই। এমডির কুশপুত্তলিকা তৈরি করে সেখানে সব সংগঠন ‘এমডির অপসারণ চাই’ লিখবে।

সোহানুর রহমান সোহান আরও বলেন, এমডিকে অপসারণ করা না হলে এফডিসি বন্ধ করে দেয়া হবে এবং এফডিসিতে কোনো কাজ করতে দেয়া হবে না। আগামীকাল কিছু সিনেমার কাজ আছে। সেগুলো সমাপ্ত করার পরই বন্ধ করা হবে এফডিসি। আমরা কাল থেকে এমডিকে (নুজহাত ইয়াসমীন) এফডিসিতে প্রবেশ করতে দেবো না। সকাল ৯টায় এফডিসির গেটে শুয়ে ব্যারিকেড দেবো আমরা। এমডিকে যদি এফডিসিতে ঢুকতে হয় তবে আমাদের লাশের ওপর দিয়ে ঢুকতে হবে। আমরা যতদিন আছি, তিনি এফডিসিতে ঢুকতে পারবেন না।

এছাড়া নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুনকে আগামীতে কোনো চলচ্চিত্রে নেয়া হবে না বলে ঘোষণা দেন সোহানুর রহমান সোহান। তিনি জানান, পুলিশ প্রশাসনকে পীরজাদা হারুনই নির্দেশনা দিয়েছিলেন যাতে, পরিচালক, প্রযোজন, টেকনিশিয়ানদের নির্বাচনের দিন এফডিসিতে ঢুকতে দেয়া না হয়। তাই পীরজাদা হারুনকে আগামীতে কোনো চলচ্চিত্রে নেয়া হবে না এবং ঢুকতে দেয়া হবে না এফডিসিতে। আজ থেকে উনাকে একদমই অবাঞ্ছিত করা হলো।

আরও পড়ুন: ‘শিল্পী সমিতির আর কোনো নির্বাচন এফডিসিতে হতে পারবে না’


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply