অস্ট্রেলিয়ার ৪৪ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের চ্যাম্পিয়ন হলেন অ্যাশলে বার্টি। ড্যানিয়েলা কলিন্সকে হারিয়ে ক্রিস ও’নেলের ৪৪ বছর পর প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে এই গ্র্যান্ডস্ল্যামটি জয় করলেন বার্টি।
মেলবোর্নের ফাইনালে ফেবারিট ছিলেন বার্টি। শুরুও করেন দারুণ। যুক্তরাষ্ট্রের ড্যানিয়েলা কলিন্সের বিপক্ষে প্রথম সেট তিনি জিতে নেন ৬-৩ গেমে। দ্বিতীয় সেটে দারুণভাবে ঘুরে দাঁড়ান ড্যানিয়েলা। লিড নেন ৫-১ গেমে। তবে সেখান থেকেই ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত টাইব্রেকারে ৭-৬ গেমে জিতে নেন বার্টি।
১৯৭৮ সালের পর প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে অ্যাশলে বার্টি জেতেন এই আসরের ট্রফি। এটি তার তৃতীয় গ্র্যান্ডস্ল্যাম; এর আগে জিতেছেন উইম্বলডন ও ফ্রেঞ্চ ওপেন। কুইন্সল্যান্ডে জন্মগ্রহণকারী ওয়ার্ল্ড নাম্বার ওয়ান বার্টি ১০০ সপ্তাহর বেশি সময় র্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন।
এদিকে, পুরুষদের রেকর্ড ২১তম গ্র্যান্ডস্ল্যাম জয়ের জন্য দানিল মেদভেদেভের বিপক্ষে লড়বেন রাফায়েল নাদাল।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে পৌঁছে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে নাদাল
Leave a reply