আইসোলেশোনে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

|

ছবি: সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত এক নারীর ঘনিষ্ঠ সংস্পর্শে আসার পর স্বেচ্ছা-আইসোলেশনে গেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন। শনিবার (২৯ জানুয়ারি) নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে তার আইসোলেশনে যাওয়ার তথ্য জানিয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, করোনা সংক্রমিত ওই ব্যক্তি কেরিকেরি শহর থেকে একটি ফ্লাইটে করে নিউজিল্যান্ডের বৃহত্তম শহর অকল্যান্ডে এসেছিলেন। দেশটির গভর্নর জেনারেল সিন্ডি কিরো ২২ জানুয়ারির ওই ফ্লাইটে ছিলেন এবং তিনিও আইসোলেশনে গেছেন।

আরও পড়ুন: সীমান্তে মেডিকেল সামগ্রীর সাপ্লাইসহ ব্লাড ব্যাংক বানিয়েছে রাশিয়া: গোয়েন্দা রিপোর্ট

জেনারেল সিন্ডি কিরো এবং ওই নারী আগামী ৬ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের জাতীয় দিবসের চিত্রগ্রহণের জন্য দেশটির নর্থল্যান্ড অঞ্চলে ছিলেন। এক বিবৃতিতে বলা হয়েছে, ‌প্রধানমন্ত্রী উপসর্গহীন আছেন এবং সুস্থ বোধ করছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শ অনুযায়ী রোববার (৩০ জানুয়ারি) তার করোনা পরীক্ষা করা হবে এবং আগামী মঙ্গলবার পর্যন্ত তিনি আইসোলেশনে থাকবেন।

দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা শনিবার এক ডজন ফ্লাইটকে ‌করোনা ঝুঁকিপূর্ণ হিসাবে তালিকাভুক্ত করেছেন। যে কারণে এক বা একাধিক ফ্লাইটের ক্রু করোনা সংক্রমিত হয়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। নিউজিল্যান্ডের কর্মকর্তারা বলেছেন, রোববারই জিনোম সিকোয়েন্সিং সম্পন্ন হবে এবং আক্রান্ত নারীর শরীরে ওমিক্রন ভ্যারিয়েন্ট মিলতে পারে বলে আশা করা হচ্ছে।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply