মাছ বিক্রি করে রাতারাতি কোটিপতি হয়ে গেছেন এক মাছ ব্যবসায়ী। শনিবার (২৯ জানুয়ারি) শতাধিক তেলিয়া ভোলা মাছ বিক্রি করেই কোটিপতি হয়ে যান ওই ব্যবসায়ী। জানা গেছে, প্রায় ১২০টি তেলিয়া ভোলা ধরা পড়ে এক মাছ ব্যবসায়ীর ট্রলারে। মাছগুলো নিলামে প্রায় দুই কোটি রুপিতে বিক্রি হয়েছে।
আরও পড়ুন: ৯ বছর বয়সেই গাড়ি-বাড়ির মালিক, আছে নিজস্ব বিমানও!
মৎস্যজীবীদের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জিনিউজের প্রতিবেদনে বলা হয়, এই তেলিয়া ভোলার খুব চাহিদা রয়েছে। এই মাছ থেকে ওষুধও তৈরি হয়। গভীর সমুদ্রে দলবদ্ধভাবে থাকে তেলিয়া ভোলা মাছ। পূর্ব ভারতের সবচেয়ে বৃহত্তম নোনা মাছের মৎস্য নিলাম কেন্দ্র পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার দিঘা মোহনা। শনিবার (২৯ জানুয়ারি) সকালে দিঘা মোহনা আড়তে বিক্রি করার জন্য নিয়ে আসেন ওই মৎস্য ব্যবসায়ী। কলকাতার একটি ব্যবসায়ী নিলামে মাছগুলো কিনে নেন। বিক্রি হওয়া মাছের বাজার মূল্য প্রায় দুই কোটি রুপি।
আরও পড়ুন: বাইডেন মানুষের আকারে একটি স্যাঁতসেঁতে পুতুল: ইলন মাস্ক
এ বিষয়ে স্থানীয় মৎস্য ব্যবসায়ী গিরিশচন্দ্র রাউত বলেন, এই বছরের শুরুতেই তেলিয়া ভোলার ঝাঁক ধরা পড়ার খবরে খুশি মাছ ব্যবসায়ীরা। আগে এমন সাইজের তেলিয়া ভোলা ১২ থেকে ১৩ হাজারে বিক্রি হয়েছে। এবারও কলকাতার এক ব্যবসায়ী সব মাছ কিনে নেন।
/এনএএস
Leave a reply