আটলান্টিক মহাসাগরে ক্যানারি দ্বীপের কাছাকাছি এলাকা থেকে উদ্ধার করা হয়েছে ৮৬ জন অভিবাসনপ্রত্যাশীকে। শনিবার (২৯ জানুয়ারি) তাদের উদ্ধার করে স্প্যানিশ কোস্টগার্ড।
দুটি ডিঙ্গি নৌকায় আটলান্টিক পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা করছিল তারা। প্রথম নৌকাটিতে নারীসহ ৪৮ জন ও দ্বিতীয়টিতে ছিল ৩৮ জন। তীব্র শীতে অসুস্থ হয়ে পড়ে এদের অনেকেই। গ্র্যান ক্যানারিয়ার ১৪ মাইল দূর থেকে তাদের উদ্ধার করে কতৃপক্ষ।
স্পেনে পৌঁছানোর আগে পশ্চিম আফ্রিকার দ্বীপগুলো হয় উঠেছে অভিবাসনপ্রত্যাশীদের অস্থায়ী আশ্রয়স্থল। এখান থেকেই পরে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে প্রবেশের চেষ্টা করে ইতালি, স্পেনসহ বিভিন্ন দেশে। ২০২১ সালে ২২ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশী ট্রানজিট হিসেবে ব্যবহার করে ক্যানারি দ্বীপ।
/এডব্লিউ
Leave a reply