কয়েক ভাগে বিভক্ত হয়ে চলছে চাঁদপুর জেলা আওয়ামী লীগের মিছিল-মিটিংসহ দলীয় কার্যক্রম। জেলা আওয়ামী লীগের কোন্দল সম্প্রতি প্রকাশ্য হয়ে পড়েছে। আর সমন্বয়হীনতার কারণে সাংগঠনিক কর্মকাণ্ডও হয়ে হয়ে পড়েছে দুর্বল। তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে এ নিয়ে ক্ষোভ বাড়ছে। অবশ্য জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলছেন, দলে কোনো কোন্দল নেই।
গেল কদিন ধরেই বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণ ইস্যুতে আলোচনায় চাঁদপুরে আওয়ামী লীগের রাজনীতি। সম্প্রতি আরও নানা ইস্যুতে উত্তপ্ত হয়ে উঠেছে তা। প্রকাশ্য হচ্ছে ক্ষমতাসীন দলের মধ্যে বিভাজন। যার প্রভাব পড়ছে তৃণমূলে, বিঘ্ন ঘটছে মাঠের রাজনীতিতে।
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইউসুফ গাজী বলছেন, সম্প্রতি শেষ হওয়া পৌর নির্বাচন নিয়ে বিরোধের শুরু। এরপর থেকে দুই ভাগ দল। জেলা আওয়ামী লীগ সভাপতি আর সাধারণ সম্পাদক এক হয়ে অন্য নেতাদের কোণঠাসা করে রেখেছেন, এমন অভিযোগ তাদের।
তবে দলের মধ্যে বিভাজনের অভিযোগকে অবশ্য উড়িয়ে দিচ্ছেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল। তাদের দাবি, কয়েকজন সুবিধা করতে না পেরেই তুলছেন এমন অভিযোগ। তবে অন্যান্য নেতারা চান চলমান এই সঙ্কটের অবসান।
প্রসঙ্গত, বর্তমানে জেলা আওয়ামী লীগের যে কমিটি আছে, তার মেয়াদ শেষ হয়েছে বছরখানেক আগেই।
/এডব্লিউ
Leave a reply