বরখাস্তকৃত ওসি প্রদীপের ফাঁসির দাবিতে কক্সবাজারের আদালত চত্বরে মানববন্ধন করেছেন টেকনাফের সর্বস্তরের জনগণ। সোমবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে এ মানববন্ধন করছেন স্থানীয়রা।
মানববন্ধনে অংশ নেয়া ব্যক্তিদের অভিযোগ, ওসি প্রদীপ টেকনাফে থাকাকালে নিরীহ লোকজনকে হয়রানি ও নির্যাতন করেছেন। ক্রসফায়ার দিয়েছেন ১৪৪ জন নিরীহ মানুষকে। সিনহা হত্যা মামলার রায়ে প্রদীপের সর্বোচ্চ সাজার দাবি জানান তারা।
আরও পড়ুন: সিনহা হত্যা মামলার রায় সোমবার
কর্মসূচিতে অংশ নিয়ে কক্সবাজারের স্থানীয় সাংবাদিক ফরিদুল মোস্তফা খানের মা হালিমা খাতুন বলেন, তার ছেলের বিরুদ্ধে ৬টি মামলা দিয়েছে ওসি প্রদীপ। হয়রানি-নির্যাতন করেছে বহু নিরীহ মানুষকে।
এসজেড/
Leave a reply