হায়দ্রাবাদের জার্সিতে দুর্দান্ত অভিষেক হলো বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। সোমবার রাতে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৪ ওভারে ২৩ রানের বিনিময়ে নিয়েছেন ২ উইকেট।
ম্যাচের চতুর্থ ওভারেই সাকিব আল হাসানকে আক্রমণে এনেছিলেন সানরাইজার্স হায়দ্রাবাদ অধিনায়ক কেন উইলিয়ামসন। প্রথম ওভারে সাকিব দিলেন ৬ রান, পরের ওভারেও ৬। প্রথম দুই ওভারেই একটি করে বাউন্ডারি দিলেও তৃতীয় ওভারে কোনো বাউন্ডারি ছাড়াই দিলেন ৮ রান। সাকিব-জাদু দেখা গেল তার চতুর্থ ওভারে। মাত্র ৩ রান খরচ করে পেয়ে গেলেন সঞ্জু স্যামসন ও রাহুল ত্রিপতির উইকেট।
উইকেটসংখ্যায় সাকিবের চেয়ে পিছিয়ে থাকলেও অসাধারণ বোলিং করেছেন আফগান লেগি রশিদ খানও। ৪ ওভারে দিয়েছেন ২৩ রান দিয়ে পেয়েছেন ১টি। তবে সবচেয়ে সফল বোলার ছিলেন সিদ্ধার্থ কৌল। ৪ ওভারে ১৭ রান দিয়ে তুলে নিয়েছেন ২ উইকেট। রাজস্থানের ব্যাটসম্যানরা ডটই খেলেছেন ৪৮টি! শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১২৫ রান তুলেছে রাজস্থান।
যমুনা অনলাইন: টিএফ
Leave a reply