ওয়ার্ডল কিনে নিলো নিউইয়র্ক টাইমস

|

ফাইল ছবি

অনলাইনে ঝড় তোলা শব্দ বানানোর গেম ওয়ার্ডল কিনে নিয়েছে নিউইয়র্ক টাইমস। জানা গেছে, গেমটির নির্মাতা জশ ওয়ার্ডল গেমটিকে বিশাল অঙ্কের মূল্যে বিক্রি করেছেন। গত অক্টোবরে অনলাইনে বিনামূল্যে গেমটি ছেড়েছিলেন তিনি। তবে জশ ঠিক কতো টাকায় ওয়ার্ডল বিক্রি করেছেন তা জানা না গেলেও, সংখ্যাটি সাত অঙ্কের বলে ধারণা করা হচ্ছে।

সোমবার (৩১ জানুয়ারি) প্রকাশিত এক বিবৃতিতে ওয়ার্ডল কেনার সিদ্ধান্তের কথা জানায় মার্কিন মিডিয়া গ্রুপ নিউইয়র্ক টাইমস। বিবৃতিতে বলা হয়, দ্য টাইমস প্রত্যেক ইংরেজি ভাষাভাষী— যারা বিশ্বকে বুঝতে ও যুক্ত হতে চায়—তাদের কাছে অপরিহার্য হয়ে উঠতে মনযোগী। নিউইয়র্ক টাইমস গেমস আমাদের এ কৌশলেরই একটি গুরুত্বপূর্ণ অংশ।

গেমটি বিক্রির খবর টুইট করে জানিয়েছেন নির্মাতা জশ ওয়ার্ডল। তিনি বলেন, আমার কল্পনার চেয়েও বড় হয়ে উঠেছে গেমটি। এটি অবিশ্বাস্য! আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, নিউইয়র্ক টাইমসের সাথে আমি একটি চুক্তিতে পৌঁছেছি, তারা এখন থেকে ওয়ার্ডল নিয়ন্ত্রণ করবেন।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply