কঙ্গোয় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২৬

|

ছবি: সংগৃহীত

কঙ্গোয় বজ্রপাতের জেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ২৬ জনের। গুরুতর আহত ২ জন। বুধবার (২ ফেব্রুয়ারি) রাজধানী কিনশাসায় হয় এই মর্মান্তিক ঘটনা।

কর্তৃপক্ষের বরাতে জানা যায়, স্থানীয় একটি মার্কেটে বাজ পড়ায় ছিড়ে যায় হাই ভোল্টেজের বৈদ্যুতিক তার। বেশ কয়েকটি বাড়ি ও মার্কেটের ওপর পড়ায় হয় হতাহতের ঘটনা। নিহতদের ২৪ জনই নারী। মরদেহগুলোর ময়নাতদন্ত হবে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন: আর্জেন্টিনায় বিষাক্ত কোকেইন খেয়ে ১৬ জনের মৃত্যু

দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী জ্য মিশেল লুকন্ডে। কঙ্গোর রাজধানীতে প্রায় নিয়মিতই বিদ্যুতের তার ছিড়ে পড়ার মতো ঘটনা হয়। ১ কোটি ৩০ লাখ মানুষের শহরটির বেশিরভাগ অবকাঠামোই বহু পুরোনো হওয়ায় জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply