দেশে ফেরত আসা ৬৯ শতাংশ প্রবাসীই উচ্চসুদে ঋণ নিয়ে সংসার চালাচ্ছেন। এদের বেশিরভাগ দাদন ব্যবসায়ীদের দ্বারস্থ হয়েছেন। অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) এর গবেষণা প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠানটি তাদের করা প্রতিবেদনটি প্রকাশ্যে আনে।
প্রতিবেদনে বলা হয়েছে, করোনার কারণে প্রবাসী কর্মীরা চরম অনিশ্চয়তায় পড়েছেন। বেড়েছে নিরাপত্তাহীনতা। চার লাখের বেশি প্রবাসী চাকরি হারিয়ে দেশে ফিরতে বাধ্য হয়েছেন। আবার ছুটিতে এসে আটকা পড়েছেন অনেকে। তারা সময় মতো কাজে ফিরতে পারেনি।
ওকাপ জানিয়েছে, করোনাকালে প্রবাসী কর্মীদের অনেকের বেতন কমিয়ে দেয়া হয়েছে। ফলে তাদের স্বচ্ছলতা কমেছে। প্রবাসী কর্মীদের সুরক্ষায় সরকার উদ্যোগ নিলেও তা পর্যাপ্ত ছিল না। প্রবাসী কর্মীদের কাজের সুযোগ তৈরিতে সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে ওকাপ।
Leave a reply