কুমিল্লার লাকসামে গুচ্ছগ্রাম প্রকল্প বাতিলের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে তরীকত ফেডারেশন। এতে মহাসড়কের দুইপাশে প্রায় ৩০ কিলোমিটার এলাকাজুড়ে দেখা দেয় যানজট।
দীর্ঘ যানটজটে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। সকাল সাড়ে নয়টার দিকে প্রথমে পদুয়ারবাজারে মানববন্ধন কর্মসূচি শুরু করে তরীকত ফেডারেশনের নেতাকর্মীরা। একপর্যায়ে মহাসড়কে অবস্থান নেয় তারা। বন্ধ হয়ে যায় যান চলাচল।
নেতারা জানান, লাকসামের দোগাইয়া আশরাফিয়া সুন্নীয়া সিনিয়র মাদরাসার মাঠ দখল করে আশ্রয়ণ প্রকল্প করছে সরকার। প্রকল্প বাতিল এবং ইউএনওকে অপসারণের দাবি তাদের।
/এডব্লিউ
Leave a reply