বাংলাদেশ-বধে স্পিন সহায়ক উইকেট চায় আফগানিস্তান: মুজিব

|

ছবি: সংগৃহীত

আসন্ন বাংলাদেশ সিরিজে স্পিন সহায়ক উইকেটের জন্য অপেক্ষা করছে আফগানিস্তান। এমনটাই জানিয়েছেন বিপিএল খেলতে আসা আফগান স্পিনার মুজিব উর রেহমান। বাংলাদেশের স্পিন ভারসাম্যপূর্ণ হলেও রশিদ-মুজিব-কাইসদের বৈচিত্রময় স্পিনই শক্তি আফগানিস্তানের, দাবি করলেন এই রহস্যময় স্পিনার।

ফরচুন বরিশালের আফগান স্পিনার মুজিব উর রেহমান বলেন, রশিদ-নবিদের মতো অনেক স্পিনার আমাদের একাডেমিতে আছে। সবাই খেলার সুযোগ পায় না। তবে তারাও অনেক বেশি স্কিলফুল। বাংলাদেশি স্পিনাররা অনেক দক্ষ। তবে আমাদেরও অনেক স্পিনার আছে। যেমন, লেগ স্পিনার কিংবা রহস্যময় বোলারদের কথা যদি বলি। সাকিব আল হাসান কিংবদন্তি ক্রিকেটার।

আরও পড়ুন: রান না নেয়ায় মিচেলকে সম্মানিত করলো আইসিসি

চলতি বিপিএলের অভিজ্ঞতা নিয়ে মুজিব বলেন, এখানে আমাদের খেলার অভিজ্ঞতা আছে। গেলবারের বিপিএলের চেয়ে এবার আমার ইকোনমি রেট অনেক ভালো। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের উইকেট স্পিন সহায়ক। যা আমাদের জন্য ভালো হয়েছে। এ ধরণের উইকেটে বাংলাদেশও পয়েন্টের জন্য খেলবে, আমরাও পয়েন্টের জন্য খেলব। আমরা সবাই পয়েন্টের জন্যই মাঠে নামবো।

আরও পড়ুন: সৌম্য-ফ্লেচারের ব্যাটে খুলনার অনায়াস জয়


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply