তীব্র তুষারঝড়ে অচল যুক্তরাষ্ট্র। বিদ্যুৎহীন অবস্থায় আছে দেশটির মধ্য-পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলোর ২০ লাখের বেশি গ্রাহক। বৈরি আবহাওয়ার কারণে সংযোগ পুনঃস্থাপনের কাজও করতে পারছেন না জরুরি বিভাগের কর্মীরা।
এর আগে নিরাপত্তার খাতিরে বৃহস্পতিবার (৩ জানুয়ারি) পর্যন্ত ৭ হাজারের বেশি ফ্লাইট স্থগিত করা হয়েছে। ব্যহত হচ্ছে সড়কপথে যান চলাচলও। ফলে ভোগান্তিতে পড়েছেন বহু মানুষ।
এদিকে দেশটিতে সৃষ্ট মৌসুমী ঝড় টেক্সাস থেকে উত্তর-পূর্বাঞ্চলের দিকে ধেয়ে যাচ্ছে। যার প্রভাবে শৈত্যপ্রবাহ, প্রবল বৃষ্টিপাত এবং ভারী তুষারপাত দেখছেন সেখানকার বাসিন্দারা। বৃহস্পতিবারও, আড়াই থেকে তিন ফুট পর্যন্ত তুষারপাত রেকর্ড করা হয় অনেক জায়গায়। আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, শুক্রবার নাগাদ নিউইয়র্ক-ওহাইয়ো এবং নিউ ইংল্যান্ড রাজ্য দেখবে ভারী তুষারপাত।
এসজেড/
Leave a reply