গোপালগঞ্জের আশ্রয়ণ প্রকল্পে চলছে ভূমিহীন নারীদের স্বাবলম্বী করার উদ্যোগ

|

গোপালগঞ্জের কোটালীপাড়ার দেবগ্রাম আশ্রয়ণ প্রকল্পে মাথা গোজার ঠাঁয় হয়েছে অর্ধশতাধিক ভূমিহীন পরিবারের। এদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে উদ্বোধন করা হলো নারীদের উৎপাদিত পণ্যের ব্রান্ডিং। এখানে অংশ নিয়েছেন ৫৪ জন নারী উদ্যোক্তা। তৈরী করছেন মাফলার, চাদর ও কান টুপি।

ভূমিহীন পরিবারের জন্য গড়ে তোলা হয়েছে আদর্শ আশ্রয়ণ প্রকল্প। এখানে আছে লাইব্রেরী ও খেলার সরঞ্জাম সজ্জিত মাঠ। পাশাপাশি নারীদের জন্য তৈরি করা হয়েছে কাজের সুযোগ। মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ ইয়ুথ ফার্স্ট কনসার্ন্স এর উদ্যোগে প্রকল্প চত্বরে সুবিধা বঞ্চিত নারীদের উৎপাদিত পণ্যের ব্রান্ডিং কার্যক্রম শুরু হয়েছে।

সুবিধা বঞ্চিত এসব নারীদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এতে কর্মসংস্থানের পাশাপশি আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছে পরিবারগুলো।
এসব পণ্যের স্থানীয় বাজার সৃষ্টি ও অনলাইনে বাজারজাত করার ব্যাপারে উদ্যোগ নেয়ার কথা জানান জেলা প্রশাসক।

সুবিধা বঞ্চিত নারীদের স্বাবলম্বী করতে, শুধু দেবগ্রাম নয়, অন্য আশ্রয়ণ প্রকল্পে এ ধরণের উদ্যোগ গ্রহনের দাবিও তুলেছেন সংশ্লিষ্টরা।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply