পোশাকখাতে জানুয়ারির মাসিক আয় দেশের ইতিহাসে সর্বোচ্চ

|

করোনা মহামারির প্রথম ধাক্কা কাটিয়ে সুসময়ের দেখা পেয়েছেন পোশাক খাতের উদ্যোক্তারা। বাড়ছে ক্রয়াদেশ। গেল জানুয়ারি মাসে ৪ বিলিয়ন ডলার বা ৩৫ হাজার ১২৭ কোটি টাকা ছাড়িয়েছে এ খাতের আয়। একক মাসের হিসাবে এই আয় দেশের ইতিহাসে সবচেয়ে বেশি।

কমদামি পোশাকে ভর করেই রফতানিতে চমক দেখিয়ে চলেছে বাংলাদেশ। ওমিক্রন আতঙ্ক ছড়ালেও কম দামের পোশাক রফতানি কমেনি। রফতানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ তথ্যে দেখা যায়, চলতি অর্থবছরের সাত মাসে পণ্য রফতানি করে ৩ হাজার কোটি ডলার আয় এসেছে। এর মধ্যে ৮১ শতাংশই তৈরি পোশাক খাত থেকে।

দেশের রফতানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্পের দুটি উপখাত ওভেন ও নিট। আগে নিটের চেয়ে ওভেন পোশাক রফতানি থেকে বেশি বিদেশি মুদ্রা আসতো। বেশ কয়েক বছর ধরে রফতানি বাণিজ্যে এই দুই উপখাতের অবদান ছিল কাছাকাছি। কিন্তু করোনা শুরু হওয়ার পর থেকে ওভেনকে পেছনে ফেলে ওপরে উঠে আসে নিট।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply