হোয়াটসঅ্যাপ বর্তমানে ব্যাপক জনপ্রিয় একটি সামাজিক যোগাযোগমাধ্যম। চ্যাটিং সুবিধার জন্য বেশিরভাগই বেছে নেন হোয়াটসঅ্যাপকে। গ্রাহকদের সুবিধার্থে সময় পরিবর্তনের সাথে সাথে তাই নিজেদের ফিচারেরও পরিবর্তন ঘটিয়েছে অনলাইন এই যোগাযোগমাধ্যমটি। তবে এবার অ্যাপটি ব্যবহারে গুনতে হবে বাড়তি টাকা। এতদিন বিনামূল্যে চ্যাট ব্যাকআপ থাকলেও সেই সুবিধাটি আর থাকছে না। এমনটিই জান যাচ্ছে বিভিন্ন রিপোর্টে।
সাধারণত জিমেইল ব্যবহারকারীদের জন্য ১৫ জিবি করে ফ্রি ক্লাউড স্টোরেজ দেওয়া থাকে। কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যাট ব্যাকআপের জন্য যে ক্লাউড স্টোরেজ ব্যবহার করা হয় তা আলাদা। এর সঙ্গে জিমেইলের জন্য দেওয়া ফ্রি ১৫ জিবি ক্লাউড স্টোরেজের কোনো সম্পর্ক নেই। তবে আগামীতে এই সুবিধা আর পাওয়া যাবে না।
রিপোর্ট অনুযায়ী, প্রথমে কিছু ফ্রি স্টোরেজ দেয়া হবে। ওই স্টোরেজ শেষ হওয়ার পর কিনতে হবে অতিরিক্ত স্টোরেজ। স্টোরেজ পূর্ণ হওয়ার পর ব্যবহারকারীর কাছে একটি নোটিফিকেশন আসবে। যেখানে লেখা থাকবে, ওই ব্যবহারকারীর স্টোরেজ শেষের দিকে। তাই তাকে অতিরিক্ত স্টোরেজ কিনতে হবে। যেটি নিয়ে এরইমধ্যে কাজ শুরু করে দিয়েছে সাইটটি।
আরও পড়ুন: আইফোন ১৩-এ দেখা দিচ্ছে নানা সমস্যা, ব্যবহারকারীদের অভিযোগ
জেডআই/
Leave a reply