কালও হতে পারে বৃষ্টি, এরপর শৈত্যপ্রবাহ

|

বৃষ্টি হতে পারে কালও।

পশ্চিমা লঘুচাপের কারণে সারাদেশেই হচ্ছে বৃষ্টি। আবহাওয়া দফতর জানিয়েছে, বৃষ্টি থেমে গেলে শুরু হবে শৈত্যপ্রবাহ।

আজ (৪ ফেব্রুয়ারি) সারাদেশে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্ট পশ্চিমা লঘুচাপের কারণে রাজধানীতে দেখা যায়নি সূর্য। আগামীকাল পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর বৃষ্টিপাত থেমে গেলে সম্ভাবনা রয়েছে শৈত্যপ্রবাহের। তাতে দিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত কমে যাবে। তবে রাতে তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। আবহাওয়া দফতর জানিয়েছে, ফেব্রুয়ারি মাসে কোনো ঘূর্ণিঝড় হওয়ার সম্ভবনা নেই।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে বাংলাদেশের পশ্চিমাঞ্চল এবং এর আশেপাশের উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, রংপুর, রাজশাহী, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া বয়ে যেতে পারে। এ ছাড়া, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply