পেরুতে বিমান বিধ্বস্তে নিহত সব আরোহী

|

ছবি: সংগৃহীত

পেরুতে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ গেছে ৭ আরোহীর সবার। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দেশটির সরকার এ তথ্য নিশ্চিত করেছে।

এক বিবৃতিতে দেশটির পরিবহন ও যোগাযোগ বিষয়ক মন্ত্রণালয় জানায়, প্রত্নতাত্ত্বিক স্থান নাজকার কাছাকাছি বিধ্বস্ত হয় ‘সেনসা টু জিরো সেভেন’ এয়ারক্রাফট। গোলোযোগ টের পেয়ে মারিয়া রিচে বিমানবন্দরের কাছাকাছি ল্যান্ড করার চেষ্টা করে পাইলট। মাটিতে নামার পর আগুন ধরে যায় এটিতে।

আরও পড়ুন: মেশিনে চুল জড়িয়ে খুলি উঠে গর্ভবতী তরুণীর মৃত্যু

নিহতদের মধ্যে দুই ক্রু ও ৫ জন পর্যটক ছিলেন। এদের তিনজন নেদারল্যান্ডসের ও দু’জন চিলির। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। পেরুর অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র নাজকা লাইনস ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply