মানবপাচারকারী চক্রের ফাঁদে মাদারীপুরের প্রত্যন্ত পল্লী

|

মাদারীপুরের প্রত্যন্ত পল্লীতে প্রতারণার জাল বিছিয়েছে মানবপাচারকারী চক্র। দালালদের ফাঁদে পা দিয়ে নিঃস্ব বহু পরিবার। পূরণ হয় না ইউরোপ যাওয়ার স্বপ্ন। কাউকে ফিরতে হয় লাশ হয়ে, কেউবা নিখোঁজ কিংবা বন্দী। এতে বাড়ছে স্বজনদের উদ্বেগ।

মাদারীপুরের প্রত্যন্ত পল্লীতে ঘরে ঘরে কান্নার চিত্র যেন নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। বাতাসে ভেসে বেড়াচ্ছে কান্না-আহাজারি। কারও স্বজন বিদেশ থেকে ফিরেছে লাশ হয়ে, কারও বা খোঁজ নেই, কেউবা জিম্মি হয়ে সইছে নির্যাতন।

দিনবদলের আশায় এসব যুবক অবৈধভাবে ধরে ইউরোপের পথ। জমিজমা বিক্রি আর ধারদেনা করে দালালের হাতে তারা তুলে দিয়েছিল মোটা টাকা। কিন্তু, সবই পরিণত হয়েছে দুঃস্বপ্নে।

মাদারীপুরে দালালদের এই দৌরাত্ম দীর্ঘদিন ধরেই। প্রতিনিয়ত তা বাড়ছেই। ভয়াবহ সব অভিজ্ঞতা জানা-দেখার পরও বদলাচ্ছে না দৃশ্যপট। প্রতারণার ফাঁদে পা দিচ্ছে তরুণ-যুবকরা।

বেশিরভাগ ঘটনায় হয়না মামলা। গ্রেফতার হলেও জামিনে বেরিয়ে আবারও একই কাজ করছে মানবপাচারে জড়িতরা। তাই, থামছে না দৌরাত্ম্য।

সবশেষ, গত ২৪ জানুয়ারি ইতালি যাওয়ার পথে অভিবাসনপ্রত্যাশী নৌকাডুবে ৭ বাংলাদেশির মৃত্যু হয়। তারমধ্যে ৫ জনই মাদারীপুরের।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply