ফুল সংগ্রহের মৌসুমে বিপাকে সাভারের গোলাপ চাষীরা

|

প্রচলিত কোনো শস্য নয় বিরুলিয়ার চাষীদের কাছে আশীর্বাদ হয়ে এসেছিল গোলাপ ফুল। যাকে কেন্দ্র করে এই অঞ্চলে গড়ে ওঠে গোলাপসহ বিভিন্ন ফুলের বাগান। বাণিজ্যিক চাষাবাদে ক্রমেই সুখ্যাতি লাভ করে গোলাপ গ্রাম হিসেবে।

তবে ভালো নেই সাভারের গোলাপ চাষীরা। অজ্ঞাত ছত্রাকের হানায় নষ্ট হচ্ছে গাছসহ ফুটে থাকা গোলাপ। যা নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা। কৃষি অফিস বলছে তাপমাত্রা বাড়লে বদলাবে পরিস্থিতি।

ফুল সংগ্রহের মৌসুমে মড়ক লেগেছে গোলাপ গ্রামে। ছত্রাকের হানায় নষ্ট হচ্ছে গাছ ও ফুল। এতে দুশ্চিন্তায় চাষীরা। গোলাপকে ঘিরে যে পর্যটন ব্যবস্থা গড়ে উঠেছিল এ অঞ্চলে তাও বাধার মুখে পড়েছে। ফুলশূন্য বাগান দেখে হতাশ দর্শনার্থীরা।

অধিক ঠান্ডা ছত্রাকের জন্য উপযুক্ত পরিবেশ বলছে কৃষি অফিস। তাপমাত্রা বাড়লে পরিস্থিতি বদলানোর আশা সাভার উপজেলা কৃষি কর্মকর্তা নাজিয়াত আহমেদের।

ফুল চাষে সাভারে ৩শ হেক্টর জমির মধ্যে প্রায় ২২০শ হেক্টরই বিরুলিয়ায়। ছত্রাকের নাম ও বৈশিষ্ট্য জানার চেষ্টা করছে কৃষি বিভাগ। এর আগে, ২০১৭ সালে ভাইরাস হানা দেয় গোলাপ গ্রামে।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply