‘সরকারের সমালোচনা থাকতে পারে, কিন্তু দেশের সমালোচনা কাম্য নয়’

|

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। ফাইল ছবি

সরকারের সমালোচনা থাকতে পারে, কিন্তু দেশের বিরুদ্ধে সমালোচনা কাম্য নয়। রাজনৈতিক স্বার্থে বিদেশিদের কাছে দেশের বিরুদ্ধে অপপ্রচার করা দেশদ্রোহিতার শামিল বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শিল্প বণিক সমিতির শীর্ষ সংগঠন এফবিসিসিআই কার্যালয়ে মুজিব কর্নারের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর দূরদর্শিতার কারণে দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। ২০৩১ সালের মধ্যে বাংলাদেশ উচ্চ মধ্যম আয়ের দেশে উন্নীত হবে। রাজনৈতিক ধারাবাহিকতা বজায় থাকলে এর আগেই লক্ষ্যে পৌঁছানো সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, একটি রাজনৈতিক দলের মহাসচিব দলীয় প্যাডে বিদেশিদের চিঠি দিয়ে সহায়তার দেয়ার বিষয়টি পুনর্মূল্যায়নের কথা বলেছেন, এটি অনাকাঙ্খিত।

এছাড়াও, এফবিসিসিআই উদ্যোগ নিলে ভোগ্যপণ্যের অহেতুক দাম বৃদ্ধির লাগাম টানা সম্ভব বলেও মনে করেন তিনি।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply