ইরানের ৫০ সংসদ সদস্য করোনা আক্রান্ত

|

ছবি: সংগৃহীত

ইরানের এক জ্যেষ্ঠ সংসদ সদস্য জানিয়েছে দেশটির সংসদের অন্তত ৫০ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। ইরান জুড়ে ওমিক্রনের লাগামহীন বিস্তারের মধ্যেই এমন খবর দিলেন তিনি। খবর দ্য গার্ডিয়ানের।

শনিবার (৫ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে দেশটির জ্যেষ্ঠ সংসদ সদস্য আলীরেজা সালিমি বলেছেন, চলতি সপ্তাহের সংসদীয় অধিবেশন স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে। এর আগে, এমপিদের মধ্যে করোনা ছড়িয়ে পড়ায় ২০২১ সালের এপ্রিলে দেশটির সংসদের অধিবেশন দুই সপ্তাহের জন্য স্থগিত রাখা হয়েছিল। মহামারির শুরুর দিকে দেশটির কয়েকজন আইনপ্রণেতা এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

প্রসঙ্গত, শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৩,১৩০ জন।মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত ইরানে ৬৫ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন, আর মৃত্যুবরণ করেছেন ১ লাখ ৩২ হাজারের বেশি।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply