মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরের গাংনীতে দশটি ককটেল ও ককটেল তৈরির সরঞ্জাম এবং মাদক উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯ টায় উপজেলার হিজলবাড়িয়া গ্রামের জব্বার আলীর বাড়ি থেকে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, হিজলবাড়িয়া গ্রামের জব্বার আলীর বাড়িতে বোমা ও বোমা তৈরির সরঞ্জাম রয়েছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জব্বার আলী পালিয়ে যায়।
পরে এএসআই আল আমিন, মামুন অর রশিদ ও সঙ্গীয় ফোর্স বাড়ি তল্লাশি করে ১০টি বোমা সদৃশ্য বস্তু (ককটেল) ও বোমা তৈরির সরঞ্জাম এবং আনুমানিক ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, বোমা (ককটেল) তৈরির সরঞ্জাম ও মাদক উদ্ধারের ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হবে। এছাড়া বাড়ির মালিক জব্বার আলীকে গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।
/এসএইচ
Leave a reply