মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে প্ল্যাটফর্মে হাঁটছিলেন, তারপর…(ভিডিও)

|

ছবি: প্রতীকী।

রাস্তায় হাঁটতে হাঁটতে মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার অভ্যাস অনেকেরই আছে। এটা যে কত বড় বিপদ ডেকে আনতে পারে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই ঘটনা। হাঁটতে হাঁটতেই পড়ে গেলেন রেললাইনে।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) এমনই এক ঘটনা ঘটেছে ভারতের দিল্লির উত্তর-পূর্ব অংশে শাহদারা মেট্রো স্টেশনে। সেখানকার প্ল্যাটফর্ম ধরে হাঁটছিলেন শৈলেন্দ্র মেহতা নামে এক ব্যক্তি। তবে তার নজর ছিল মোবাইলের স্ক্রিনের দিকে। এরপরই ভারসাম্য হারিয়ে রেললাইনের ওপর পড়ে যান তিনি। খবর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির।

সেই ঘটনার এক ভিডিওতে দেখা যায়, পড়ে গিয়ে উঠার চেষ্টা করলেও ব্যর্থ হন তিনি। এ সময় সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (সিআইএসএফ) কয়েকজন কর্মীকে তার দিকে ছুটে আসতে দেখা যায়। তারা মেট্রোরেল আসার আগেই ওই ব্যক্তিকে প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নিতে সক্ষম হন।

আরও পড়ুন: ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং করে ২২ বিলিয়ন ডলারের মালিক!

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply