টাঙ্গাইলে যত্রতত্র গড়ে উঠছে ইটভাটা, উজাড় হচ্ছে বন

|

সরকারের নীতিমালার তোয়াক্কা না করে টাঙ্গাইলে আবাদি জমি ও জনবসতি ঘেঁষে একের পর এক গড়ে উঠছে ইটভাটা। জ্বালানি হিসেবে বন উজাড় করে সংগ্রহ করা হচ্ছে কাঠ। ভাটার ধোঁয়ায় পরিবেশ দূষণের পাশাপাশি নষ্ট হচ্ছে আশেপাশের জমির ফসল। সব দেখেও নির্বিকার জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতর।

টাঙ্গাইল জেলার ১২টি উপজেলায় নামে বেনামে এমন অসংখ্য ভাটা গড়ে উঠেছে। এসবে পরিবেশবান্ধব চিমনি লাগানোর কথা থাকলেও তা মানা হয়নি। পরিবেশ অধিদফতরের হিসেবে জেলায় ২১৭টি ইটভাটা থাকলেও বর্তমানে চালু ১৮৪টি। এক কিলোমিটারের মধ্যে পঞ্চাশটি পরিবার থাকলে সেখানে ভাটা স্থাপন করা যাবে না, এমন বিধানও মানছে না কেউ।

অবৈধ ভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহতের কথা জানিয়েছেন পরিবেশ অধিদফতরের কর্মকর্তারা। বিশেষজ্ঞরা বলছেন, ইটভাটা তৈরিতে আইন না মানার প্রবণতা বেশি। এতে পরিবেশ দূষিত হওয়ার পাশাপাশি নষ্ট হচ্ছে আবাদি জমি।

পরিবেশ অধিদফতরের হিসেবে, জেলায় ২ লাখ ৪৩ হাজার ৬৪৭ হেক্টর আবাদি জমি থাকলেও প্রতিবছর ৪০০ থেকে ৬০০ একর জমি নষ্ট হচ্ছে ইটভাটার কারণে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply