অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ব্যর্থ মিশন শেষে ওয়েস্ট ইন্ডিজ থেকে দেশে ফিরেছে বাংলাদেশ যুব দল। গত আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ এবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে হেরে ছিটকে পড়ে প্রতিদ্বন্দ্বিতা থেকে। এরপর পঞ্চম ও সপ্তম স্থান নির্ধারণী ম্যাচ দুটিতেও পরাজিত হয়ে আজ (৬ ফেব্রুয়ারি) দেশে ফিরেছে রাকিবুল হাসানের দল।
উইন্ডিজের মাটিতে আসরের শুরুটা ভালো ছিল না নাভিদ নেওয়াজের শিষ্যদের। এশিয়া কাপের হারের পর বিশ্বকাপের প্রথম ম্যাচে ইংল্যান্ডের সাথে পরাজিত হয় বাংলাদেশ। এরপর আমিরাত ও কানাডাকে হারালেও কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে হারে বিশ্বকাপ মিশন থেকে খালি হাতেই ফিরতে হয় বাংলাদেশের যুবাদের।
বিশ্বকাপ জয়ী হিসেবে আসরে অংশ নিয়ে চ্যাম্পিয়নশিপের বেশ দূরে থাকতেই যাত্রা শেষ হওয়া এই আসরটি মূলত রাকিবুলদের জন্য ছিল হতাশার। তবে আরিফুল ইসলামের জোড়া সেঞ্চুরির মতো ঘটনা ছিল নিঃসন্দেহে বাংলাদেশের জন্য প্রাপ্তি।
আরও পড়ুন: অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত
Leave a reply