ইসি গঠনে বিশিষ্ট ব্যক্তি ও রাজনৈতিক দলের মতামত নেয়ার সিদ্ধান্ত

|

ইসি গঠনে বিশিষ্ট ব্যক্তিদের সাথে বৈঠক ও রাজনৈতিক দলের মতামত নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সার্চ কমিটি। আজ বিকেলে প্রধান নির্বাচন কমিশনার এবং চারজন নির্বাচন কমিশনার খুঁজে নিতে প্রথম সভায় বসেছেন রাষ্ট্রপতির গঠিত সার্চ কমিটির সদস্যরা। বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

রোববার (৬ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে অনুষ্ঠিত হয় এ বৈঠক। আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের সভাপতিত্বে এ কমিটির বাকি পাঁচ সদস্যও উপস্থিত ছিলেন সভায়।

প্রসঙ্গত, শনিবার প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৬ সদস্যের সার্চ কমিটি গঠিত হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করে আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে হাইকোর্ট বিভাগের বিচারপতি এসএম কুদ্দুস জামান, রাষ্ট্রপতি মনোনীত সাবেক ইসি মুহাম্মদ ছহুল হোসাইন ও আনোয়ারা সৈয়দ হক, পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন ও সিএজি মোহাম্মদ মুসলিম চৌধুরীকে সার্চ কমিটির সদস্য করে সার্চ কমিটি গঠিত হয়েছে।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply