ইসি গঠনে রাজনৈতিক দলগুলোর কাছে নাম চাইবে সার্চ কমিটি, তাদের সাথে কোনো বৈঠক করবে না তারা। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ কথা জানান। তবে বিশিষ্টজন ও পেশাজীবীদের সাথে ৩টি বৈঠক করা হবে বলেও জানান তিনি।
আজ বিকেলে প্রধান নির্বাচন কমিশনার এবং চারজন নির্বাচন কমিশনার খুঁজে নিতে প্রথম সভায় বসেছেন রাষ্ট্রপতির গঠিত সার্চ কমিটির সদস্যরা। বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
মন্ত্রিপরিষদ সচিব জানান, ওয়েবসাইটের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর কাছে নাম চাওয়া হবে। আর বিশিষ্টজনদের সাথে শনিবার দুইটি ও রবিবার একটি সভা হবে। ১৪ তারিখ এই ইসির মেয়াদ শেষ হলেও এই কমিটি ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত। আগামী পরশু বেলা সাড়ে চারটায় কমিটি আবার বৈঠকে বসবে বলেও জানান তিনি।
সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে অনুষ্ঠিত হয় এ বৈঠকে বিচারপতি ওবায়দুল হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কমিটির বাকি পাঁচ সদস্যও।
প্রসঙ্গত, শনিবার প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৬ সদস্যের সার্চ কমিটি গঠিত হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করে আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে হাইকোর্ট বিভাগের বিচারপতি এসএম কুদ্দুস জামান, রাষ্ট্রপতি মনোনীত সাবেক ইসি মুহাম্মদ ছহুল হোসাইন ও আনোয়ারা সৈয়দ হক, পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন ও সিএজি মোহাম্মদ মুসলিম চৌধুরীকে সার্চ কমিটির সদস্য করে সার্চ কমিটি গঠিত হয়েছে।
/এডব্লিউ
Leave a reply