সাইক্লোনের তাণ্ডবে বিপর্যস্ত দ্বীপরাষ্ট্র মাদাগাস্কার। রোববার (৬ ফেব্রুয়ারি) পর্যন্ত ১০ জনের প্রাণহানির খবর জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়।
প্রাকৃতিক দুর্যোগে বাস্তুচ্যুত ৫০ হাজারের মতো বাসিন্দা। তারা স্থানীয় স্কুল-চার্চগুলোয় আশ্রয় নিয়েছেন। এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় সাইক্লোন ‘বাতসেরাই’ আঘাত হানলো দেশটিতে। এর প্রভাবে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২৩৫ কিলোমিটার। হচ্ছে প্রবল বৃষ্টিপাত, উপকূলীয় এলাকায় দেখা দিয়েছে জলোচ্ছ্বাস।
এছাড়া দেশটির পূর্ব উপকূলে হচ্ছে ব্যাপক ভূমিধস। মাদাগাস্কারের মানানজারি গ্রাম প্রায় পুরোটাই বিধ্বস্ত, এমন আভাস দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। সেখানে দু’দিন ধরে নেই বিদ্যুৎ সংযোগ। কাটা পড়েছে সুপেয় পানি সরবরাহের লাইনও। গত মাসেই মৌসুমী ঝড় ‘অ্যানার’ তাণ্ডবে দেশটিতে প্রাণ হারান অর্ধশতাধিক মানুষ।
এসজেড/
Leave a reply