ভোলার চরফ্যাশনে গুঁড়িয়ে দেয়া অবৈধ ইটভাটা আবারও চালু হয়েছে। জ্বালানি হিসেবে পোড়ানো হচ্ছে বনের কাঠ, ব্যবহৃত হচ্ছে খালের মাটিও। ধোঁয়ায় অতিষ্ঠ মানুষ। পরিবেশ অধিদফতরের দাবি, জনবল সংকটে তদারকিতে সমস্যা হচ্ছে।
এর আগে চরফ্যাশনে অবৈধ ৬টি ইটভাটা প্রশাসনের অভিযানে গুঁড়িয়ে দেয়া হয়। নিয়মনীতি অমান্য করে সেখানে আবারও গড়ে উঠেছে ইটভাটা। এতে উজাড় হচ্ছে বনভূমি।
আরও পড়ুন: অস্বচ্ছলতার ভার কাঁধে জন্মান্ধ বাঁশিওয়ালার সুরে মাতাচ্ছে রুপগঞ্জ (ভিডিও)
উপজেলার দক্ষিণ আইচার মানিকা, হাজারীগঞ্জ, চরকলমী, আবদুল্লাহপুর, রসুলপুর, নীলকোমলসহ বিভিন্ন ইউনিয়নে রয়েছে ভাটাগুলো। রয়েছে স-মিল। ভাটার ধোঁয়ায় পরিবেশ দূষণের পাশাপাশি নষ্ট হচ্ছে আশেপাশের জমির ফসল, বাড়ছে রোগবালাই।
পরিবেশ অধিদফতর বলছে, জনবল সংকটে এসব ভাটায় অভিযান পরিচালনায় সমস্যা হচ্ছে। তবুও সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। অধিদফতরের তথ্যমতে, ভোলায় ১২২টি ইটভাটার মধ্যে চরফ্যাশনে রয়েছে ৩১টি। এরমধ্যে অনুমোদন আছে মাত্র ৯টির।
এসজেড/
Leave a reply