কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাস-ট্রাক ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে দুই চালকসহ তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১০জন। এদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
রোববার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালীর মেধাকচ্চপিয়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চকরিয়া ও কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করায়।
ঘটনার পর দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ ছিল।
মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্কশক মো. সাফায়েত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী বাস ও একটি লবণবোঝাই পিকআপের সাথে কক্সবাজারমুখী মিনিট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। নিহতের মধ্যে দুইজন দুর্ঘটনা কবলিত বাস ও মিনিট্রাকের চালক ও অপরজন বাসের হেলপার।
নিহতরা হচ্ছে বাসের চালক মাদারীপুর জেলার কালকিনীর বজলুল হক(৪০), হেলপার ঢাকা ধামরাই এলাকার আলাল ও পিকআপের চালক কক্সবাজার মহেষখালীর মৌলভী খালেদ(৩৫)।
নিহতদের মরদেহ পরিবারের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় দুর্ঘটনা কবলিত যান গুলো জব্দ করা হয়েছে।
/এনএএস
Leave a reply