টোঙ্গায় ইন্টারনেট পুনরুদ্ধারে কাজ করছে এলন মাস্কের স্পেসএক্স

|

ছবি: সংগৃহীত।

গত ১৫ জানুয়ারি সমুদ্রতলে আগ্নেয়গিরির বিস্ফোরণে প্রশান্ত মহাসাগরীয় দেশ টোঙ্গা ভয়াবহ সুনামির কবলে পড়ে। এর ফলে বিচ্ছিন্ন হয় দেশটির ইন্টারনেট সংযোগ। তবে এই পরিষেবা পুনরুদ্ধারে এবার কাজ শুরু করেছে এলন মাস্কের সংস্থা স্পেসএক্স। খবর এনডিটিভি।

প্রবল সুনামির ফলে দেশটির ইন্টারনেট সংযোগের একমাত্র অপটিক ফাইবার সমুদ্রতলেই বিচ্ছিন্ন হয়। এখন পর্যন্ত এর সামান্য অংশই মেরামত করা সম্ভব হয়েছে। এনিয়ে টোঙ্গার প্রতিবেশী দেশ ফিজির অ্যাটর্নি জেনারেল আইয়াজ সাঈদ খাইয়ুম টুইট বার্তায় জানান, স্পেসএক্সের একটি দল টোঙ্গায় পুনরায় ইন্টারনেট সংযোগ স্থাপনের জন্য একটি স্টারলিংক গেটওয়ে স্টেশন স্থাপন করছে ফিজিতে।

এই স্টারলিংক হলো এলনের স্পেসএক্স এরোস্পেস কোম্পানির একটি বিভাগ। এর আগে জানুয়ারিতেই এ বিষয়ে সংস্থাটি টোঙ্গায় কাজ করতে পারে বলে জানিয়েছিলেন এলন।

আরও পড়ুন: ২৪৪ বছর পর ক্যাপ্টেন কুকের জাহাজের ধ্বংসাবশেষ উদ্ধার

উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি হুঙ্গা টোঙ্গা-হুঙ্গা হা’পাই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ভয়াবহ সুনামি আছড়ে পড়ে টোঙ্গার পশ্চিম উপকূলে। ফলে একদিকে কয়েকফুট উচ্চতার ঢেউ এবং অন্যদিকে আগ্নেয়গিরির কালো ছাইয়ে ঢেকে যায় গোটা দেশ। সেইসাথে ইন্টারনেটের ফাইবার-অপ্টিক যোগাযোগের তারও ক্ষতিগ্রস্ত হয়। ফলে সুনামির পর দ্বীপরাষ্ট্রটির ১ লাখ ৫০ হাজার বাসিন্দার তেমন কোনো খোঁজই পাওয়া যায় না প্রথম বেশ কয়েকদিনে। এখন সেখানে যোগাযোগ স্বাভাবিক করতেই কাজ করছে এলন মাস্কের এই কোম্পানি।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply