ইতালির উদ্দেশে চট্টগ্রাম বন্দর ছেড়ে গেল এমভি সোঙ্গা চিতা

|

এমভি সোঙ্গা চিতা

প্রথমবারের মতো সমুদ্রপথে ইউরোপে সরাসরি পণ্য রফতানি শুরু হলো। চট্টগ্রাম বন্দর থেকে ইতালির রাভেনা বন্দরের উদ্দেশে রওনা দিয়েছে লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ ‘এমভি সোঙ্গা চিতা’। এর মধ্য দিয়ে আরও উন্মুক্ত হলো ইউরোপের বাজার, উন্মোচিত হচ্ছে রফতানির নতুন দিগন্ত।

সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে জাহাজটি ইতালির রাভেনা বন্দরের উদ্দেশে চট্টগ্রাম বন্দর ছেড়ে যায়।

চট্টগ্রাম-ইতালি রুটে এটিই প্রথম কোনো জাহাজ যেটি পূর্ণ হয়েছে ‘মেইড ইন বাংলাদেশ’ স্টিকার লাগানো তৈরি পোশাকসহ রফতানি পণ্যে। ৯৫০ একক কন্টেইনার রফতানি পণ্য আছে জাহাজটিতে। ট্রান্সশিপমেন্ট পোর্ট ব্যবহার করে চট্টগ্রাম থেকে ইউরোপে পণ্য পাঠাতে ২৪ থেকে ২৮ দিন সময় লাগে। সরাসরি পাঠালে সময় লাগবে ১৪ থেকে ১৫দিন। এতে পরিবহন ব্যয় অন্তত ৩০ থেকে ৪০ শতাংশ কমে যাবে। ফিরতি পথেও ইতালি থেকে পণ্য নিয়ে ফিরে আসবে চট্টগ্রামে।

এর আগে, পরীক্ষামূলকভাবে চট্টগ্রাম বন্দর থেকে একটি জাহাজ ইতালির পথে যাত্রা করলেও সেটি ছিল পুরোপুরি খালি কন্টেনার বোঝাই। নতুন এই যাত্রা এখন থেকে অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply